আর্কাইভ  বুধবার ● ২৯ মার্চ ২০২৩ ● ১৫ চৈত্র ১৪২৯
আর্কাইভ   বুধবার ● ২৯ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ২-৭ বছরের কারাদণ্ড       মা হলেন মাহি       রংপুরে গাঁজাসহ ৩ জন গ্রেফতার       দিনাজপুর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটর সাইকেল আরোহী নিহত        সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত      

জেএমবি সন্দেহে দুই যুবক মুক্তি পেয়েই ‘নিখোঁজ’

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩, রাত ০৯:২৮

লালমনিরহাট প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে গ্রেফতার হওয়ার দুই যবুকের জেলা থেকে মুক্তি হওয়ার বের দুজনের খোঁজ মিলছে না। পরিবারের দাবি, জেল গেট ও মসজিদের কাছে থেমে থাকা মাইক্রোবাস করে ৮/৯ জন মাস্ক পরা কয়েকজন ব্যাক্তি জোর করে তুলে নিয়ে চলে যান।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হল রুমে ছেলে দুই যুবককে ফিরে পেতে বাবা আব্দুল লতিফ সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানা যায়, লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইন ০১/২০১৮ এর রেফ:জিআর নং.২৩৪/২০১৭(হাতি),হাতিবান্ধা পিএস নং ৩৪(০৮)২০১৭ এর মামলায় বিজ্ঞ জেলা ও দায়রা আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত প্রমাণিত না হওয়ায় চলতি বছরের গত ১৯ ফেব্রুয়ারী মোঃ মেহেদী ওরফে মেহেদী হাসান,জামাল উদ্দিনসহ চারজনকে বেকসুর খালাস প্রদান করেন। রায়ে খালাস প্রাপ্ত জেলহাজতে থাকা মোঃ মেহেদী ওরফে মেহেদী হাসান ও জামাল উদ্দিন জেল থেকে বের হওয়ার পরপরই নিখোঁজ হয়।

সংবাদ সম্মেলনে মোঃ মেহেদী ওরফে মেহেদী হাসানের বাবা আব্দুল লতিফ ও জামাল উদ্দিনের ভাই আবুল কালাম আজাদ লিখিত বক্তব্য উল্লেখ করে জানান, রাস্ট্র দ্রোহী মামলায় খালাসপ্রাপ্ত মেহেদী ওরফে মেহেদী হাসান ও জামাল উদ্দিন লালমনিরহাট কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়ে জেল গেট থেকে বের হওয়ার পর গেটের পূর্বে মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা কালো গ্লাস সম্বলিত একটি সাদা মাইক্রোবাসে মাস্কপরিহিত ৮/৯ জন ব্যক্তি জোর করে দুজনকে ধরে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত দুই যুবকের পরিবারের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। বিষয়টি জামাল ও মেহেদীর বাড়ীর লোকজন জেলা কারাগার কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে তারা আসামীরা ছাড়া পাবার পর কে কাকে কোথায় নিয়ে গেছে সেটি জানা নেই বলে জানায়।

সংবাদ সম্মেলনে মোঃ মেহেদী ওরফে মেহেদী হাসানের বাবা বলেন, আমার ছেলেকে খুঁজতে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলাম কিন্তু তাকে আর পাওয়া যায়নি। এসময় তিনি বলেন, গত বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট পুলিশ সুপারের সাথে দেখা করলে আমার মোঃ মেহেদী ওরফে মেহেদী হাসান কোথায় আছে সেটি জানেন না বলে পুলিশ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী  ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনে ১৪ বছর দুই হাজার টাকা, ২০০৯, সন্ত্রাস বিরোধী আইনে ১৪ বছর দুই হাজার টাকা ও সন্ত্রাস বিরোধী আইনে ১৪ বছর দুই হাজার টাকা করে মোট তিন মামলায় দুইজনকে ৪২ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় চারজনকে বেকসুর খলাস দেন বিজ্ঞ আদালত। এই চারজনের মধ্যে জামাল উদ্দিন ও মেহেদী হাসান ছিলেন।

মন্তব্য করুন


Link copied