ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের নোহালী গ্রামে ঘরের ভিতরে অবৈধ ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকায় হাতেনাতে তিন জন যুবক ও দুই নারীসহ মোট পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৫ আগস্ট) বিকালে ৯৯৯ এ কলের মাধ্যমে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলার সেনগাঁও ইউনিয়নের নোহালী গ্রামের সালেহা বেগমের নামে এক মহিলার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার ফেসাডাঙ্গী গ্রামের আজিজুরের ছেলে শামিম (২২), একই গ্রামের হামিদুলের ছেলে আব্দুর রাজ্জাক (২৭), বালাপাড়া বান্দিগড় গ্রামের সের আলী'র স্ত্রী জুঁই (২৭), রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী এলাকার রেজাউল করিমের ছেলে শাহীন (২২) ও বাগেরহাট জেলার ফকিরহাট থানার বালিয়াখালি গ্রামের স্বামী পরিত্যাক্তা সানু (৩০)। সানু তিনি বগুড়ায় ভাড়া বাসায় থাকতেন।
বিষয়টি পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সেখ নিশ্চিত করে জানান, অবৈধভাবে সেই যায়গায় দেহ ব্যবসায় চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন জন পুরুষ ও দুই নারীকে আটক করা হয়। এ বিষয়ে নিয়মিত আইনে তাদের নামে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। মামলা শেষ তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
এছাড়াও তিনি জানান, যাদের বাড়িতে অনৈতিক কার্যকলাপ চালছিল সেই সালেহা বেগম সহ তিন জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।