ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এক পাট ক্ষেত থেকে নার্গিস আক্তার (১৫) নামে এক কিশোরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ জুন) বিকালে উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জু বাড়ি দিঘিপাড়া গ্রামের এক পাট ক্ষেতের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নার্গিস আক্তার ওই গ্রামের মো. জয়নুলের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ‘পাট ক্ষেতে ওই কিশোরির মরদেহ পরে থাকতে দেখে স্থাননীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাস্থাল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।,