আর্কাইভ  রবিবার ● ২ এপ্রিল ২০২৩ ● ১৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   রবিবার ● ২ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ভোক্তাপর্যায়ে দাম কমলো এলপি গ্যাসের       পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১       রংপুরে অঞ্জলিকা সাহিত্যপত্র আয়োজিত বিশেষ অনুষ্ঠানে       লালমনিরহাটে ২০ বছর ধরে ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা       ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক      

ঠাকুরগাঁওয়ে গাছ কাটার অপরাধে কাউন্সিলর আটক

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২, সকাল ০৯:১৯

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের জাগরণী ক্লাব পুকুর পাড়ের একটি বড় মেহগনী গাছ রাতের আধারে কেটে ফেলার অভিযোগে পৌরসভার করা অভিযোগে ১নং ওয়ার্ড কাউন্সিলর জামিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামাল হোসেন।

ওসি বলেন, গত ৮ই অক্টোবর শনিবার রাতে শহরের জাগরণী ক্লাব পুকুর পাড়ের একটি মেহগনী গাছ কাটে ফেলা হয়। রোববার এলাকাবাসি গাছটি দেখে থানায় খবর দেয়। পরে বনবিভাগ গাছটি জব্দ করে। এই বিষয় নিয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার বাদি হয়ে থানায় একটি এজহার দায়ের করেন। তারই প্রেক্ষিতে আজকে বিকালে কাউন্সিলরকে আটক করা হয়।

এদিকে পৌরসভার প্যানেল মেয়র কাইয়ুম চৌধুরী বলেন, আমরা পৌরসভার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম। সেটার ভিত্তিতে আজ কাউন্সিলরকে আটক করা হয়েছে। আমরাও বিষয়টি তদন্ত করছি।

মন্তব্য করুন


Link copied