ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার হরিপদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে প্রবেশের আগে রঘুনাথপুর টিএন্ডটি এলাকায় দুর্ঘটনা ঘটে।
ওই কিশোর রেললাইন দিয়ে হাঁটছিল বলে জানান তিনি। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।