আর্কাইভ  শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩ ● ৮ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: সুযোগ পেলেই জামায়াত স্বমূর্তিতে আবির্ভূত হবে : রংপুরে মোজাম্মেল হক       জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, সিসিইউতে স্থানান্তর       ঘরের মেঝেতে কান্না করছে শিশু, বিছানায় মায়ের নিথর দেহ       বৃষ্টি থাকবে আরও দুই দিন      

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু, নিখোজ ১

মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২, রাত ০৮:০২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে ডুবে মাসুম (১২) ও জাহিদ (৭) নামে দুই শিশু নিহত হয়েছে।  ’ এ ঘটনায় শাওন (৮) নামে একজন শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করা হচ্ছে।

মঙ্গলবার বিকাল ৪ টায় সদর উপজেলার নারগুন ইউনিয়নে কহরপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। 

নিহত ৭ বছর বয়সী জাহিদ হাসান কহরপাড়া গ্রামের ইুউসুফ আলীর ছেলে ও ১২ বছর বয়সি মাসুম মুনছুর আলীর ছেলে। নিখোঁজ শাওন এর বাবার নাম জানা যায়নি।ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন এসব তথ্য জানান।

স্থানীয়রা বলেন,  ৫-৭ জন শিশু বিকালে নদীতে গোসল করতে নামে। এ সময় ডুবে যায় মাসুম, জাহিদ ও শাওন। বাকিরা  ডাঙ্গায় উঠে চিৎকার শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় মাসুম ও জাহিদকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মন্তব্য করুন


 

Link copied