আর্কাইভ  রবিবার ● ২ এপ্রিল ২০২৩ ● ১৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   রবিবার ● ২ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ভোক্তাপর্যায়ে দাম কমলো এলপি গ্যাসের       পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১       রংপুরে অঞ্জলিকা সাহিত্যপত্র আয়োজিত বিশেষ অনুষ্ঠানে       লালমনিরহাটে ২০ বছর ধরে ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা       ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক      

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু, নিখোজ ১

মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২, রাত ০৮:০২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে ডুবে মাসুম (১২) ও জাহিদ (৭) নামে দুই শিশু নিহত হয়েছে।  ’ এ ঘটনায় শাওন (৮) নামে একজন শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করা হচ্ছে।

মঙ্গলবার বিকাল ৪ টায় সদর উপজেলার নারগুন ইউনিয়নে কহরপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। 

নিহত ৭ বছর বয়সী জাহিদ হাসান কহরপাড়া গ্রামের ইুউসুফ আলীর ছেলে ও ১২ বছর বয়সি মাসুম মুনছুর আলীর ছেলে। নিখোঁজ শাওন এর বাবার নাম জানা যায়নি।ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন এসব তথ্য জানান।

স্থানীয়রা বলেন,  ৫-৭ জন শিশু বিকালে নদীতে গোসল করতে নামে। এ সময় ডুবে যায় মাসুম, জাহিদ ও শাওন। বাকিরা  ডাঙ্গায় উঠে চিৎকার শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় মাসুম ও জাহিদকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মন্তব্য করুন


Link copied