আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩ ● ৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ       চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার       বজ্রপাত রোধে আলোর মুখ দেখেনি তালগাছ রোপণ প্রকল্প: রংপুরে  প্রতিমন্ত্রী        অনিয়ম হলে গাইবান্ধার মতো জাতীয় নির্বাচনও বাতিল করবে ইসি       কুড়িগ্রামে মর্টারশেল বিস্ফোরণে এক ব্যক্তির ডান পায়ের গোড়ালী বিচ্ছিন্ন       
 width=

ঠাকুরগাঁওয়ে নদী থেকে ২১ ঘন্টা পর শিক্ষকের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২, দুপুর ০২:৩০

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী থেকে নিখোঁজের ২১ ঘন্টা পর এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার দুপুর দুই টার দিকে বিষয়টি নিশ্চিৎ করেছেন ঠাকুরগাঁওয়ের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর অয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন।

উদ্ধার হওয়া মৃত তৈলক্ষ্য বর্মণ (৪৫) সদরের আকচা ইউনিয়নের বাসিন্দা ও আকচা দক্ষিণ বঠিনা ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়দের বরাতে আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, শিক্ষকের বাড়ি স্কুল থেকে নদীর ওপারে। নদীর পানি কম থাকায় তিনি প্রতিদিন নদী পাড় হয়ে স্কুলে যেতেন। ঘটনার দিন বুধবার বিকাল চারটার দিকে নদীর পানি বেশি থাকায় সাঁতরে নদী পার হওয়ার সময় ডুবে নিখোঁজ হন তিনি। টাঙ্গনের বঠিনা ঘাটে নৌকা ছিল। তিনি নৌকায় না চড়ে সাঁতরে নদী পার হয়ে বাড়ি যেতে চেয়েছিলেন হয়তো। 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর অয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন বলেন, জেলা ডুবুরি দল না থাকায় রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা বৃহস্পতিবার সকালে এসে অনেক খোঁজাখুজির পরেও পাওয়া যায়নি। পরে নিখোঁজ স্থান থেকে আট কিলোমিটার দুরে বৃহস্পতিবার দুপুর একটার দিকে লাশ ভেসে উঠে স্থানীয়রা দেখতে পান। পরে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে পরিবারে হস্তান্তর করেছে।  

 

 

 

মন্তব্য করুন


Link copied