আর্কাইভ  শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩ ● ৮ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: সুযোগ পেলেই জামায়াত স্বমূর্তিতে আবির্ভূত হবে : রংপুরে মোজাম্মেল হক       জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, সিসিইউতে স্থানান্তর       ঘরের মেঝেতে কান্না করছে শিশু, বিছানায় মায়ের নিথর দেহ       বৃষ্টি থাকবে আরও দুই দিন      

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩, বিকাল ০৬:০২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরশহরের এনামুল পাম্পের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন মারা গেছেন৷ 

বুধবার (২৫ জানুয়ারি) বিকালে এ দূর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, জেলার সদর উপজেলার পৌরশহরের নিশ্চিন্তপুর শাহাপাড়া গ্রামের মৃত সিরাজের ছেলে আসাদ (৩০) ও একই গ্রামের রাশেদুল ইসলাম (৪০)। 

দূর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সারোয়ার হোসেন বলেন, একটি ইট বোঝাই ট্রাক যাচ্ছিল আর দুইজন মোটরসাইকেল আরোহী পাম্পে তেল নেওয়ার জন্য যাচ্ছিলেন৷ সে সময়ে এ দূর্ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থলে দুইজন মোটরসাইকেল আরোহী মারা যায়। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। 

মন্তব্য করুন


 

Link copied