আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩ ● ৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: শেখ হাসিনা কথা দিয়ে রেখেছেন, করেছেন স্বপ্ন পূরণ       নীড়হারা আশ্রয়হীন এতিম মুন্নী খুঁজে পেল স্বপ্নের ঠিকানা       প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ       চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার       বজ্রপাত রোধে আলোর মুখ দেখেনি তালগাছ রোপণ প্রকল্প: রংপুরে  প্রতিমন্ত্রী       
 width=

ঠাকুরগাঁওয়ে ১১৯ ইটভাটার মধ্যে ১১৪ টিই অবৈধ

রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩, দুপুর ০১:৪৪

ঠাকুরগাঁও প্রতিনিধি:- দেশের উত্তরের কৃষিপ্রধান জেলা ঠাকুরগাঁও। অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভর করে থাকেন৷ তবে অবৈধ ইটভাটা গড়ে উঠায় যেমনি কমছে আবাদি জমি অপরদিকে পরিবেশের জন্য বয়ে নিয়ে আসছে ক্ষতি৷ তারপরেও কোনকিছুর তোয়াক্কা না করে কার্যক্রম চালিয়ে আসছে ইটভাটা গুলো। 

গেল বছরের নভেম্বরে দেশের সব জেলার অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার ৭ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশনা জারি করেন হাইকোর্ট। তবে এ নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও ইটভাটার কার্যক্রম বন্ধ রাখতে ব্যর্থ কর্তৃপক্ষ।

রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, এ জেলায় মোট ১১৯ টি ইটভাটা রয়েছে৷ যার মধ্যে বৈধ ভাটার সংখ্যা মাত্র ৫ টি৷ বাকী ১১৪ টি ইটভাটা নিয়ম না মেনে (ছাড়পত্র বিহীন) অবৈধ ভাবে গড়ে উঠেছে৷ 

এ বিষয়ে জানতে চাইলে রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন মুঠোফোনে বলেন, এর আগে সে জেলাটি পঞ্চগড় জেলা দেখভাল করতেন৷ এখন বিভাগীয় অফিস থেকে দেখা হচ্ছে৷ ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে সম্বনয় করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে৷ এরপরেও আমরা পরিবেশ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব৷
আর যে গুলো ভাটাতে ভ্রাম্যমাণ দেওয়ার পরও চলছে তাদের বিষয়েও পদক্ষেপ গ্রহণ করা হবে৷

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান  বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত রয়েছে। এর আগে পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তর আমাদের জেলা দেখভাল করায় অনেকটা সহজ ছিল। এখন বিভাগীয় অফিস দেখছে৷ যাতে করে অবৈধ  ইটভাটা গুলো কার্যক্রম না পরিচালনা করতে পারে সে বিষয়ে জেলা প্রশাসন সজাগ রয়েছে৷ 

মন্তব্য করুন


Link copied