আর্কাইভ  মঙ্গলবার ● ৩০ মে ২০২৩ ● ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ৩০ মে ২০২৩
 width=
 width=
শিরোনাম: আমরা যেকোনও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাই: প্রধানমন্ত্রী       পঞ্চগড়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি, চোর চক্রের ২ সদস্য গ্রেফতার       ব্যাংক থেকে ডাকাতি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার       পঞ্চগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু       দিনাজপুরে দীর্ঘ ২৫ বছর পর হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন      

ঠাকুরগাঁওয়ে ৫ লক্ষ টাকা জরিমানা করে বন্ধ করা হল অবৈধ ইটভাটা

শনিবার, ৭ জানুয়ারী ২০২৩, রাত ০৮:১০

ঠাকুরগাঁও প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও লাইসেন্স ছাড়াই অবৈধ ভাবে ইটভাটায় ইট তৈরী করার দায়ে একটি ইটভাটার মালিককে পাঁচ লক্ষ টাকা জরিমানা করে ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসন। 

শনিবার (০৭ জানুয়ারী) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কেএসবি ব্রিকস ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। 

পঞ্চগড় জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, এ ইটভাটাতে সনাতনী ভাবে ইট তৈরী করা হচ্ছে। এতে আমাদের কোন অনুমোদন নেই। ভাটার সাথে ঘেঁষা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এটি নিয়ম বহিভূর্ত। পরিবেশের জন্য মারাত্মক ভাবে ক্ষতিকর এ ইট ভাটাটি৷ 

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা শেষ করে ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, প্রতিদিনের মত আজকেও ইটভাটা গুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ ইটভাটাটি অবৈধ ভাবে ইট তৈরী করে আসছিল। সে কারনে ৫ লক্ষ টাকা জরিমানা করে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে। 

মন্তব্য করুন


Link copied