আর্কাইভ  মঙ্গলবার ● ৩০ মে ২০২৩ ● ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ৩০ মে ২০২৩
 width=
 width=
শিরোনাম: আমরা যেকোনও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাই: প্রধানমন্ত্রী       পঞ্চগড়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি, চোর চক্রের ২ সদস্য গ্রেফতার       ব্যাংক থেকে ডাকাতি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার       পঞ্চগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু       দিনাজপুরে দীর্ঘ ২৫ বছর পর হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন      

ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ ইউনিয়নে ১৪ টি নৌকা ও ৬ টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১, রাত ১১:৪০

ঠাকুরগাঁও প্রতিনিধি: চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০টি ইউনিয়নের মধ্যে ১৪ টি ইউনিয়নে নৌকা মার্কা ও ৬ টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।

রোববার দিনব্যাপী শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এছাড়াও কয়েকটি কেন্দ্রে বিছিন্ন কিছু ঘটনা ঘটে।  

২০ টি ইউনিয়নে বিজয়ী প্রার্থীরা হলেন:-

১নং রুহিয়া ইউনিয়ন নৌকা-মনিরুল হক বাবু, ২নং আখানগর ইউনিয়ন নৌকা-রোমান বাদশা, ৩নং আচঁকা ইউনিয়ন নৌকা-সুব্রত কুমার বর্মন, ৪নং বালিয়া ইউনিয়ন স্বতন্ত্র ঘোড়া-জুলফিকার আলী ভুট্টো, ৫নং আউলিয়াপুর ইউনিয়ন নৌকা-আতিকুর রহমান, ৬নং চিলারং ইউনিয়ন স্বতন্ত্র মটরসাইকেল-ফজলুর রহমান, ৭নং রহিমানপুর ইউনিয়ন স্বতন্ত্র মটরসাইকেল-আবু হাসান হান্নু, ৮নং রায়পুর ইউনিয়ন নৌকা-নুরুল ইসলাম, ৯নং জামালপুর ইউনিয়ন স্বতন্ত্র আনারস-মোস্তাক, ১০নং মোহাম্মদপুর ইউনিয়ন নৌকা-সোহাগ হোসেন, ১১নং সালান্দর ইউনিয়ন স্বতন্ত্র ঘোড়া-ফজলে এলাহী মুকুট চৌধুরী, ১২নং গড়েয়া ইউনিয়ন নৌকা-রইছউদ্দিন সাজু, ১৩নং রাজাগাঁও ইউনিয়ন নৌকা-খাদেমুল ইসলাম সরকার, ১৪নং দেবীপুর ইউনিয়ন নৌকা-মোয়াজ্জেম হোসেন, ১৫নং নারগুন ইউনিয়ন নৌকা- শেরেকুল ইসলাম, ১৬নং জগন্নাথপুর ইউনিয়ন স্বতন্ত্র ঘোড়া-মোস্তাফিজুর লিটন, ১৭নং শুকানপুকুর ইউনিয়ন নৌকা-আনিসুর রহমান, ১৮নং বেগুনবাড়ি ইউনিয়ন নৌকা-বনি আমিন, ১৯নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন নৌকা-অনিল কুমার সেন, ২০নং ঢোলোর হাট ইউনিয়ন নৌকা-অখিল চন্দ্র রায়।

সদর উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদর উপজেলার ২০ টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৯৬০ জন। চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন, সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, সদর উপজেলার ২০ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোট ১ লাখ ৮৬ হাজার ৯৮৮ জন ও নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৪৪৫ জন। মোট ভোট কেন্দ্র ১৮৮ টি।

মন্তব্য করুন


Link copied