নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রংপুর জেলা ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (৮ জুন) বিকেলে পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর গ্রামে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুল, জেলা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি এস এম সাব্বির আহমেদ, সাধারন সম্পাদক তানিম আহসান চপলসহ আংশিক কমিটির নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর দুইমাস পর গত ৮ ফেব্রুয়ারি রংপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।এরপর গত শনিবার (৪ জুন) রাতে ২৪ সদস্য বিশিষ্ট রংপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।