গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে আজিজার রহমান মৃধা (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে রক্তাক্ত লাশটি উদ্ধার করে আজ সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজিজার রহমান গোবিন্দগঞ্জ পৌর এলাকার মৃত ছলিম মৃধার ছেলে।
কামারদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌকির হাসান রচি জানান, আজিজার বাড়ির সামনে খাবার হোটেলের ব্যবসা করতেন। রাতে মহাসড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তার ঘাড়ে আঘাতের চিহ্ন আছে।
গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে মৃতের পরিবারের দাবি আজিজারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুরো বিষয়টির তদন্ত চলছে বলে জানান তিনি।