গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন মারা যান বলে জানিয়েছে গাইবান্ধার হাইওয়ে পুলিশ।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন।