আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩ ● ৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: শেখ হাসিনা কথা দিয়ে রেখেছেন, করেছেন স্বপ্ন পূরণ       নীড়হারা আশ্রয়হীন এতিম মুন্নী খুঁজে পেল স্বপ্নের ঠিকানা       প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ       চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার       বজ্রপাত রোধে আলোর মুখ দেখেনি তালগাছ রোপণ প্রকল্প: রংপুরে  প্রতিমন্ত্রী       
 width=

তত্ত্বাবধায়ক সরকার বহাল হলে নির্বাচনে অংশ নেবে বিএনপি- মেজর (অবঃ) হাফিজ

শনিবার, ৩০ জুলাই ২০২২, রাত ০৮:৩৯

মমিনুল ইসলাম রিপন: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বহাল হলে বিএনপি নতুন ইসি’র আওতায় নির্বাচনে অংশ নেবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে, দেশ থেকে দূর্নীতি অবসান ঘটাতে আন্দোলন করছে।    

শনিবার বিকেলে নগরীর গ্রান্ডহোটেল মোড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে সারাদেশে লোডশেডিং ও জ্বালানীখাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে রংপুরে মহানগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ শেষে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

হাফিজ উদ্দিন বলেন, বর্তমান সরকার বিএনপি’র হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বিএনপি নেতাদের হত্যা, গুম করা হচ্ছে। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারাবন্দী করে রাখা হচ্ছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের চা খাওয়ার আমন্ত্রণ তামাশা ছাড়া কিছু নয়।

মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু,  রংপুর মহানগর তাঁতী দলের সদস্য সচিব সায়েদ ইকবাল, রংপুর মহানগর মহিলা দলের সভানেত্রী এ্যাড. ফেন্সী, সাধারন সম্পাদক আরজানা সালেক  ছাত্রদল নেতা সুমন, জিম সহ সহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন। এর আগে মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগদান। মিছিলে পুলিশ বাঁধা দিলে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

মন্তব্য করুন


Link copied