আর্কাইভ  শনিবার ● ১ এপ্রিল ২০২৩ ● ১৮ চৈত্র ১৪২৯
আর্কাইভ   শনিবার ● ১ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন        প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে  ভুয়া নিয়োগ পত্র দেয়ার অভিযোগে গ্রেফতার -১       সরকারের বেঁধে দেয়া দামেই পণ্য বিক্রি হচ্ছে- রংপুরে বাণিজ্যমন্ত্রী       দিনাজপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত       রংপুরে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-৪      

তিন লাখ টাকা'আত্মসাতের অভিযোগে জ্বীনের বাদশা গ্রেফতার 

রবিবার, ১২ মার্চ ২০২৩, দুপুর ০২:১০

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে:গোপন রোগ ভালো করে দেওয়ার নাম করে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ের অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাটে এক জ্বীনের বাদশাকে গ্রেফতার করেছে র‍্যাব। 
গ্রেফতারকৃত কথিত জ্বীনের বাদশা ইমরান হোসেনকে আজ রবিবার ( ১২ মার্চ) আদালতের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
 শনিবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার থেকে কথিত জ্বীনের বাদশা ইমরান হোসেনকে গ্রেফতার করে র‌্যাব।
কথিত জ্বীনের বাদশা প্রথমে চিকিৎসা ফি আদায় করতেন। শরীর থেকে জ্বীন তাড়ানোর পর বাড়ির মাটির নিচে কলসি ভর্তি জ্বীনের ধনসম্পদ উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন কথিত জ্বীনের বাদশা ইমরান হোসেন ওরফে ইমন (২৮)। এরই মধ্যে ভুক্তভোগী সাজ্জাদুল ইসলামের কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ইমরান।
ইমরান হোসেন আরও দুই লাখ টাকা দাবি করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ বিষয়ে র‌্যাব-৫ এর কাছে অভিযোগ করেন সাজ্জাদুল।  পরে এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী সাজ্জাদুল ঘোড়াঘাট থাকায় ইমরান হোসেনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্য করুন


Link copied