আর্কাইভ  মঙ্গলবার ● ৬ জুন ২০২৩ ● ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ৬ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: তাপপ্রবাহ চলতে পারে আরও ৫ দিন       নীলফামারীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার       নীলফামারীতে শিহাব হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন       নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবসে পুরস্কার বিতরন       সৈয়দপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে কর্মশালা      

তিস্তার চর থেকে লাশ উদ্ধার

বুধবার, ১৭ আগস্ট ২০২২, দুপুর ০২:৫৩

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলা গড্ডিমারী ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের সীমান্তে সুতিঘাট চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিস্তা নদীর পাশে কাজ করতে গিয়ে স্থানীয়রা দেখতে পারেন। পরে গড্ডিমারী ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেনকে খবর দিলে পরে তিনি স্থানীয় লোকজনকে সাথে নিয়ে লাশের কাছে গিয়ে লাশটি সনাক্তের চেষ্টা করেন। কিন্তু কেউ লাশটি চিনতে পারেনি। তবে স্থানীয়রা বলছে গত বুধবার সকালে তারা লাশটি ওই চরে পরে থাকতে দেখে। পরে হাতীবান্ধা থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে লাশটি উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে। তার পরিচয় সনাক্ত করতে পাটগ্রাম থানায় বলা হয়েছে।

 

মন্তব্য করুন


 

Link copied