আর্কাইভ  মঙ্গলবার ● ৬ জুন ২০২৩ ● ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ৬ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: তাপপ্রবাহ চলতে পারে আরও ৫ দিন       নীলফামারীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার       নীলফামারীতে শিহাব হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন       নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবসে পুরস্কার বিতরন       সৈয়দপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে কর্মশালা      

তিস্তার বন্যায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতি ১০ কোটি টাকার বাঁধ

বুধবার, ১০ নভেম্বর ২০২১, রাত ০৮:৫৬

মমিনুল ইসলাম রিপন: গত ২১ অক্টোবর তিস্তা নদীতে অতিতের সব রেকর্ড ভেঙ্গে পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। নিয়ম অনুয়ায়ী ভারতের পক্ষ থেকে ১৫ অক্টোবরের পরে গজলডোবা থেকে পানি ছাড়া হয়না। কারণ তখন নদীতে পানি থাকেনা। কিন্তু ভারতে আকস্মিক বন্যা হওয়ায় উজানের ঢলের বিষয়ে আগাম কোন বার্তা পাওয়া যায়নি। ফলে পানি উন্নয়ন বোর্ডের ফ্লাড বাইপাস বাঁধসহ বিভিন্ন প্রায় ৫ কিলোমিটার বাঁধের ব্যাপক ক্ষতি হয়। এতে পানি উন্নয়ন বোর্ডের ক্ষতি হয়েছে ১০ কোটি টাকার বাঁধ।

বুধবার দুপুরে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ।

তিনি বলেন, অতিতে তিস্তা কখনো এত পানি বহন করেনি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারিরা তৎপর হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান কিছুটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। বন্যার পরপরই পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরুপন করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে জরুরী ভিত্তিতে ১০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ওই টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত বাধ মেরামতের কাজ চলছে।  আকস্মিক বন্যায় তিস্তা নদী বেস্টিত রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে জমির ফসল, বসতভিটা, পুকুরের মাছসহ বেশকিছু বসতঘরও  নদীতে ভেসে যায়।  ওই দিনের বন্যায় রংপুর বিভাগের ৩ জেলায় ৫ কোটি টাকার ৪০৩ মেট্রিক টন পুকুরের মাছ ও ৩৭ লাখের বেশি মাছের পোনা ভেসে গেছে। এছাড়া ৮ হাজার হেক্টরের বেশি জমির ধানসহ অন্যান্য ফসল পানিতে তলিয়ে যায়।

মন্তব্য করুন


 

Link copied