আর্কাইভ  বুধবার ● ৪ অক্টোবর ২০২৩ ● ১৯ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   বুধবার ● ৪ অক্টোবর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের        শিশুসন্তানকে নিয়ে বাজারে স্বামী, ঘরে মিললো স্ত্রীর মরদেহ        বেশি স্যাংশন দিলে আমরাও দিয়ে দেব: প্রধানমন্ত্রী       অ্যাম্বুলেন্সে মৃতদেহ পরিবহনের আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ২       এলপিজির দাম আবারও বাড়ল      

তিস্তা নদীতে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের বোয়াল মাছ

সোমবার, ১৬ মে ২০২২, দুপুর ০১:১১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে প্রায় ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। ওই মাছটি বিক্রি হয়েছে ১৭ হাজার ৬’শত টাকা।

সোমবার (১৬ মে) সকালে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ঘুণ্টির বাজারের পাশে তিস্তা নদীতে জেলেদের জালে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে সেখান থেকে ঘুণ্টির বাজারে নিয়ে গেলে উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমায়। পরে মাছটি ওজন করলে জেলে দেখতে পান মাছটি প্রায় ১৭ কেজি।

ওই এলাকার মফিজুল ইসলাম জানান, কয়েকদিনের টানা বৃষ্টির ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি হয়েছে। যার ফলে সেখানকার জেলেরা মাছ ধরতে যান নদীতে। ভোর থেকে অনেক ধরণের মাছ ধরলেও হঠাৎ ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে সেটি স্থানীয় ঘুন্টির বাজারে নিয়ে যান জেলেরা। ওই সময় ১৭ কেজি মাছটি ১৭ হাজার ৬’শত টাকা বিক্রি করেন জেলেরা।

জেলে সাজু মিয়া জানান, কয়েকদিন থেকে তিস্তা প্রচুর মাছ পাচ্ছি। কিন্তু আগে এত মাছ পাওয়া যেত না। তাই অনেকদিন পরে হলেও তিস্তা পাড়ে জেলেদের মুখে হাসি ফিরে এসেছে। স্থানীয় বাজারে মাছটি নিয়ে গেলে মফিজুলসহ মাছটি ১৭ হাজার ৬’শত টাকা কিনে ভাগাভাগি করে নেন বলেও জেলে জানান।

মন্তব্য করুন


 

Link copied