লালমনিরহাট প্রতিনিধি: প্রায় ২৬ ঘন্টা চেষ্টার পর লালমনিরহাটের তিস্তা নদী থেকে নিখোঁজ কোরবান আলী (৬৫) মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা ফায়ার সাভির্সের ইনচার্জ নিরমল কুমার রায় উদ্ধার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার (২৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের তিস্তা নদী উজানে সীমান্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত কোরবার আলী উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সীমান্ত বাজার এলাকার মৃত ময়েজউদ্দিনের পুত্র।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাতিবান্ধার গড্ডিমারী চর থেকে ছেলে-মেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে নৌকা কোরবান আলী তিস্তা নদীর উজানে যাচ্ছিলেন। হঠাৎ দমকা বাতাস আসায় নদীতে ডুবে যায় নৌকাটি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নৌকায় থাকা ১১/১২ জনকে উদ্ধার করা হলেও কুরবান আলীকে উদ্ধার করা সম্ভব হয়নি। আর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে তিস্তা নদীতে উদ্ধার হাতিবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। প্রায় চার ঘন্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা হলেও তারা ব্যর্থ হলে রংপুরের একটি স্পেশাল ডুবুরি টিমকে খবর দেওয়া হয়। সোমবার ভোর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালালে দুপুরে কোরবান আলীর মরদেহটি উদ্ধার করেন।
হাতীবান্ধা ফায়ার সাভির্সের ইনচার্জ নিরমল কুমার রায় জানান, অতিরিক্ত যাত্রী ওই নৌকায় থাকায় নৌকাটি উল্টে গিয়ে যাত্রীরা পড়ে গিয়েছিল। দীর্ঘ ২৬ ঘণ্টা উদ্ধার কার্যক্রম পরিচালনার পর কোরবান আলীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় একটি তদন্ত টিম করা হবে।