আর্কাইভ  শুক্রবার ● ২ জুন ২০২৩ ● ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: এলপিজির দাম কমল ১৬১ টাকা       পাঁচ মিনিট স্তব্ধ রংপুর       মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন       লালমনিরহাটে পাটক্ষেতে পড়েছিল অজ্ঞাত নারী, পানি খাওয়ার কিছুক্ষণ পর হলো নিথর       বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ও সহকারী প্রক্টর      

তিস্তা ব্যারাজ দেখা হলো না নিজ্জয়ের

শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২, রাত ০৯:২৪

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিজ্জয় হোসেন  (১৬) নামে দশ শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। এ সময় আরও দুই মোটরসাইকে আরোহী গুরুত্বর আহত হন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলা বাউরা ইউনিয়নের মেছেরঘাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজ্জয় হোসেন পাটগ্রাম পৌরসভার  জুম্মাপাড়া গ্রামের বাসিন্দা। ও আহত ব্যক্তিরা হলেন, পৌরসভার পৌরসভার  জুম্মাপাড়া গ্রামের  জীবন হোসে (১৬) একই উপজেলার কুচলিবাড়ি গ্রামের ক্যাম্পের বাজার গ্রামের বাসিন্দা মোটরসাইকেল চালক আরিফ হোসেন (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পৌনে চারটার  দিকে পাটগ্রাম পৌর সভার জুম্মাপাড়ার বাড়ি থেকে নিহত নিজ্জয় হোসেনসহ ওই দুই বন্ধু পাশের উপজেলা হাতীবান্ধা উপজেলার ডালিয়া ব্যারাজ প্রকল্প এলাকায় বেড়ানোর উদ্দেশ্য একটি মোটরসাইকেল যোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে রওনা দেন। এ সময়  উপজেলার বাউরা ইউনিয়নের বাউড়া বাজার থেকে অটোরিকশা ভ্যান যাত্রী নিয়ে উপজেলা সদরের দিকে আসার পথে একই ইউনিয়নের মেছেরঘাট মহাসড়কে মোটরসাইকেইটি নিয়ন্ত্রন হারিয়ে অটোরিকশা ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাকেলে থাকা তিন আরোহী মহাসড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিজ্জয় হোসেন মারা যান ও অপর দুই আরোহী আহত হন।  খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা  নিজ্জয় হোসেনের লাশ  ও দুই আহত আরোহীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে   নিয়ে যান।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন


Link copied