আর্কাইভ  রবিবার ● ২ এপ্রিল ২০২৩ ● ১৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   রবিবার ● ২ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ভোক্তাপর্যায়ে দাম কমলো এলপি গ্যাসের       পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১       রংপুরে অঞ্জলিকা সাহিত্যপত্র আয়োজিত বিশেষ অনুষ্ঠানে       লালমনিরহাটে ২০ বছর ধরে ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা       ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক      

দিনাজপুরে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু, আরেকজন হাসপাতালে

শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১, রাত ০৯:৪৬

দিনাজপুর: অতিরিক্ত মদপানে দিনাজপুরের খানসামায় রাব্বী নামে এক যুবকের মৃত্যু এবং জহুরুল ইসলাম নামে আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার রাতে খানসামা উপজেলার খামারপাড়া ইউপির জুগীরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যান পাড়া এলাকায় এই মদ পানের ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে বাড়ির পাশের রসুন ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে মৃত্যু হয়েছে তবে অধিকতর তদন্ত শেষে এই ঘটনার আসল রহস্য উন্মোচিত হবে বলে জানান খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন।

মৃত রাব্বী (১৯) খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যান পাড়া এলাকায় রাশেদুল ইসলামের ছেলে। চিকিৎসাধীনরত আহত একই এলাকার জহরুল (১৮) আইদুল ইসলামের ছেলে। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যান পাড়া এলাকায় রাব্বী (১৯) ও জহরুল (১৮) মদের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খায়। পরে রাব্বী ঘটনাস্থলেই বেহুঁশ হয়ে যায়। শুক্রবার সকালে বাড়ির পাশের রসুন ক্ষেত থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। আর জহুরুল অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে তার পরিবার সদস্যরা তাকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত রাব্বীর লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

মন্তব্য করুন


Link copied