আর্কাইভ  শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩ ● ৮ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: সুযোগ পেলেই জামায়াত স্বমূর্তিতে আবির্ভূত হবে : রংপুরে মোজাম্মেল হক       জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, সিসিইউতে স্থানান্তর       ঘরের মেঝেতে কান্না করছে শিশু, বিছানায় মায়ের নিথর দেহ       বৃষ্টি থাকবে আরও দুই দিন      

দিনাজপুরে একটি মরদেহ উদ্ধার

রবিবার, ১৩ নভেম্বর ২০২২, দুপুর ০৪:০০

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুরের খানসামা উপজেলার ধানক্ষেত থেকে একরামুল নামে এক ব্যক্তির মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। উপজেলার  গোয়ালডিহি ইউনিয়নের বেলানপাড়া ও দেওয়ানীপাড়ার মধ্যস্থলে

শহিদুল ইসলামের ধান ক্ষেত থেকে আজ ১৩ নভেম্বর রবিবার সকালে ভুট্টা চাষী মিজানুর রহমান মরদেহটি দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে ছুটে আসেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়া হলে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, নিহত একরামুল হক (৫৫)  উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের ঘটু মিয়ার ছেলে। একরামুল হক পুলেরহাটে ও উপজেলার বিভিন্ন গ্রামের ফেরি করে ভাংগিরী সংগ্রহ ও বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি করতেন।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল আটটায় তিনি বাড়ি থেকে বের হন ব্যবসার উদ্দেশ্যে প্রতিদিনের ন্যায় গ্রাম শেষ করে পুলেরহাট বাজারে ভ্যান রেখে নিখোঁজ হন একরামুল।
কৃষক মিজানুর রহমান বলেন, আমি সর্বপ্রথম ব্যক্তিটিকে দেখতে পাই প্রথমে ভাবছিলাম একটি পাগলটি ঘুমাচ্ছে। ঘন্টা ব্যাপী সাড়া না পাওয়ায় কাছে গিয়ে দেখি মরে পড়ে আছে। পরে আমি এলাকাবাসীকে খবর দেই। মরদেহ ময়না তদন্তের জন্য মৃতদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এলাকাবাসী ও পরিবারের দাবি এটি হত্যাকান্ড।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাওখায়াত হোসেন লিটন বলেন, এটি একটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। আমরা ময়না তদন্তের জন্য পাঠাচ্ছি। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
তদন্ত কর্মকর্তা তাওহিদুল ইসলাম বলেন, সিআইডি ক্রাইম সিন পার্টি এসেছে উনারা তদন্ত করছেন। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন,থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, থানা তদন্ত কর্মকর্তা তাওহিদুল ইসলাম ও সিআইডি ক্রাইম সিন পার্টি।

মন্তব্য করুন


 

Link copied