আর্কাইভ  বুধবার ● ৪ অক্টোবর ২০২৩ ● ১৯ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   বুধবার ● ৪ অক্টোবর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের        শিশুসন্তানকে নিয়ে বাজারে স্বামী, ঘরে মিললো স্ত্রীর মরদেহ        বেশি স্যাংশন দিলে আমরাও দিয়ে দেব: প্রধানমন্ত্রী       অ্যাম্বুলেন্সে মৃতদেহ পরিবহনের আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ২       এলপিজির দাম আবারও বাড়ল      

দিনাজপুরে গাভীর একসঙ্গে চারটি বাঁছুর প্রসব

রবিবার, ১৯ মার্চ ২০২৩, বিকাল ০৭:৫৩

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুরে একসঙ্গে চারটি বাঁছুর দিয়েছে একটি গাভি। রোববার (১৯ মার্চ) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ডাড়ারপাড় গ্রামের এ ঘটনা ঘটে।

গাভি পালক মো. রমজান আলী জানিয়েছেন,নিজ বাড়িতে ফ্রিজিয়ান জাতের গাভি পালন করেন তিনি। আজ দুপুরে গাভিটি চারটি বাঁছুর জন্ম দিয়েছে। গাভীটি চারটি বাঁছুর স্বাভাবিকভাবেই প্রসব করেছে। ব্যবসায় পাশাপাশি তিনি সখের বসে এই গাভী পালন করেন।স্বামী-স্ত্রী মিলে বাড়িতে ফ্রিজিয়ান জাতের পাঁচটি গাভি পালন করেন তারা। পেটে বাচ্চা আসার পর থেকে সেবাযত্ন কমতি ছিলনা গাভীটির।গাভীটির ৪ টি বাছুর প্রসব  হওয়ায় তার পরিবরের সবাই খুশি। বাঁছুর চারটি ও গাভি সুস্থ আছে। গাভিটি কৃত্রিম প্রজনন করিয়েছিলেন। 

স্থানীয় পশু চিকিৎসক মো. নুর আলম জানিয়েছেন,বাছুরগুলো ও গাভি পুরোপুরি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও সেবা যত্ন দেয়া হচ্ছে।

এদিকে একই গাভীর ৪ টি বাঁছুর জন্ম দেয়ার ঘটনা জেনে অনেকে ছুটে আসছেন রমজান আলীর বাড়িতে।

মন্তব্য করুন


 

Link copied