আর্কাইভ  রবিবার ● ২ এপ্রিল ২০২৩ ● ১৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   রবিবার ● ২ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ভোক্তাপর্যায়ে দাম কমলো এলপি গ্যাসের       পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১       রংপুরে অঞ্জলিকা সাহিত্যপত্র আয়োজিত বিশেষ অনুষ্ঠানে       লালমনিরহাটে ২০ বছর ধরে ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা       ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক      

দিনাজপুরে গৃহবধূকে গণধর্ষণের মামলায় চারজন গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২, বিকাল ০৬:০৪

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা-হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান মিজান (২৮),সোহেল রানা (২৫) দিলীপ রায় (২৩) ও নুর আলম (২২)। 

মিজান দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ইছামতি ঠাকুরেরমোড় মুন্সিপাড়ার জিকরুল হকের ছেলে,দীলিপ রায় একই উপজেলার নুসরাতপুর দেওরিপাড়ার ঋষিকেশ রায়ের ছেলে,সোহেল রানা একই উপজেলার নশরতপুর ডাঙ্গাপাড়ার মীরাজ আলীর ছেলে এবং মো. নূর আলম পার্বতীপুর উপজেলার রাজা বাসর ভূতপুকুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানয়েছেন, নির্যাতিতা গৃহবধূ উপজেলার রানীপুরে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কারখানায় যাওয়া-আসার সময় প্রায় দিনই মিজানুর রহমান মিজান প্রেম নিবেদন করতেন। পরে ৮ নভেম্বর দিনগত রাতে নশরতপুর ইউনিয়নের দেন্দাপাড়া দিনেশ চন্দ্র রায় বাঁশ ঝাড়ের উত্তর সংলগ্ন জায়গায় নিয়ে চারজন ধর্ষণ করে

ওই গৃহবধূ বাদি হয়ে মামলা দায়ের পর পুলিশ গণধর্ষণ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছেন। ওই ধর্ষণের শিকার গৃহবধূ ৯ নভেম্বর ধর্ষণের মামলা দায়ের করে। পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এই চার ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের দায় স্বীকার করেছেন। ওই গৃহবধূকে ফরেনসিক রিপোর্টের জন্য দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন


Link copied