আর্কাইভ  বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩ ● ৬ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: তাহলে কি ভাঙছে বিএনপি?       চিলমারী-রৌমারী রুটে শুরু হলো ফেরি চলাচল       রংপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার       পদ্মা সেতুর আয় হাজার কোটি টাকা ছাড়াল       রংপুরে ড. ইউনুসের বিরুদ্ধে মামলা      

দিনাজপুরে জামাতাকে খাবার দিতে গিয়ে সাপের দংশনে প্রাণ গেল শ্বশুরের

রবিবার, ১১ জুন ২০২৩, বিকাল ০৫:২৫

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: রাতে আমবাগান পাহারা দেয়া জামাতা ইমরান আলীকে রাতের খাবার দিতে গিয়ে বিষধর সাপের দংশনে প্রাণ গেল শ্বশুর সামসুল ইসলামের।
শনিবার (১০ জুন)রাত আটটার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শ্বশুর শামসুল বাগানের ভেতরে ঢুকতেই পায়ে কামড় দেয় বিষধর সাপ। পরে তিনি মারা যান। 
মৃত সামসুল ইসলাম মাহমুদপুর ইউনিয়নের মোগরাপাড়া গ্রামের জহির উদ্দিন মুন্সির ছেলে। আজ রোববার দুপুরে নিজ বাড়ির পাশে সামসুল ইসলামের মরদেহ দাফন করা হয়।
 স্থানীয় ইউপি সদস্য শাফিউল মোজনেবিন জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে আমবাগানে পাহারারত জামাতাকে রাতের খাবার দিতে যান শামসুল ইসলাম। বাগানে প্রবেশ করলে তার পায়ে সাপ কামড় দেয়। পরে তাঁকে স্থানীয় ওঝা নগেন হাঁসদার কাছে নেওয়া হয়। ওঝা প্রাথমিক চিকিৎসা দিয়ে সামসুল ইসলামকে বাড়িতে পাঠিয়ে দেন।
মধ্যরাতে তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে পরিবারের লোকজন তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে নেওয়ার সময় রাত ১২টার দিকে দিনাজপুর শহরের পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেেরদৌ ওয়াহিদ জানান, সাপের কামড়ে একজনের মৃত্যুর খবরটি তারা জেনেছেন। তবে নিহত ব্যক্তির পরিবারের কেউ এ বিষয়ে থানায় জানাননি। মৃত্যুর খবরটি জানতে পাওয়ার আগেেই পরিবারের লোকজন মৃত ব্যক্তির মরদেহ  দাফন করে ফেলেছেন। এসব বিষয়ে সচেতন থাকার পাশাপাশি সাপে কামড় দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে যেতে হবে।

মন্তব্য করুন


 

Link copied