দিনাজপুর: দিনাজপুরে জুয়ার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে রাজু আহমেদ নামে (২৪) একজন নিহত হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের বাঙ্গীবেচা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু চিরিরবন্দর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে সকাল থেকেই বিরোধ চলছিল। সন্ধ্যায় রাজুকে কয়েকজন বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যান। রাতে বাঙ্গীবেচা সেতু এলাকায় রাজু ও তার বন্ধুদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন। এ সময় দুই পক্ষের সংঘর্ষ লেগে যায়। একপর্যায়ে বন্ধুরা দৌড়ে পালিয়ে যেতে পারলেও রাজু পারেননি। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা বলেন, 'জুয়ার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।'