শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুরে চিরিরবন্দরে ট্রাকচাকায় পৃষ্ট হয়ে প্রিতী রানী (২২) নামে এক কলেজছাত্রী,নিহত হয়েছে। আজ বুধবার( ৮ মার্চ) সকাল ১১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ভুষিরবন্দর আত্রাই নদীর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিতী রাণী সদর উপজেলার নতুন ভুষিবন্দর জেলেপাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে। নিহত রানী সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রিতী রানী ভ্যানে রিক্সা
যোগে বাড়ি থেকে ভুষিরবন্দর বাজার যাওয়ার উদ্দেশে বের হন। পরে ভ্যানটি আত্রাই নদী ব্রিজের সামনে এসে পৌঁছালে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রিতী রানী নিহত হয়।
মরদেহ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘাতক ট্রাকটি পালিতে যেতে সক্ষম হয়েছে।