আর্কাইভ  মঙ্গলবার ● ৩০ মে ২০২৩ ● ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ৩০ মে ২০২৩
 width=
 width=
শিরোনাম: আমরা যেকোনও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাই: প্রধানমন্ত্রী       পঞ্চগড়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি, চোর চক্রের ২ সদস্য গ্রেফতার       ব্যাংক থেকে ডাকাতি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার       পঞ্চগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু       দিনাজপুরে দীর্ঘ ২৫ বছর পর হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন      

দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেলো স্কুলশিক্ষকের

শনিবার, ২৩ এপ্রিল ২০২২, রাত ০৩:৫২

দিনাজপুর: দিনাজপুর সরকারি কলেজ মোড়ে অটোরিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন শিক্ষক বিমল চন্দ্র রায় (৪৬)। শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের মৃত ধলুর ছেলে। তিনি সদরের গোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট ইন্দ্রজিত কুমার রায় অনিক বলেন, আমরা দু’জন দুটি মোটরসাইকেল নিয়ে ভূসিরবন্দর থেকে বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলাম। কলেজ মোড়ের কাছাকাছি এলে একটি অটোরিকশা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে শিক্ষক বিমল রাস্তায় পড়ে যান। এ সময় দশমাইল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চাপায় প্রাণ হারান তিনি। পরে ফায়ারসার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।

কোতোয়ালি থানার এসআই কৃষ্ণ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

মন্তব্য করুন


Link copied