শাহ্ আলম শাহী, দিনাজপুর'থেকে:দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রশান্ত রায় (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে চিরিরবন্দর উপজেলার ইছামতি কলেজ মোড়ের সামনে এ ঘটনা ঘটে।
মাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ননী গোপাল বিষয়টি নিশ্চিত করে বলেছেন। প্রশান্ত রায় চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের ক্ষেণপাড়ার শ্যামল রায়ের ছেলে। সে আলোকডিহি জেবি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী আসাদুল্লাহ জানান, রংপুর থেকে একটি মালবোঝাই ট্রাক দিনাজপুরে যাচ্ছিল। পথে উপজেলার ইছামতি কলেজ মোড় বাজারে ট্রাকটি বাইসাইকেল আরোহী স্কুলছাত্র প্রশান্ত রায়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রশান্ত রায় নিহত হয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বজলুর রশিদ জানান,কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।