শাহ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাপায় খালু-ভাগিনা দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।
আজ বুধবার (৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের ধুপিপাড়া এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম (৫৫) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)। তারা সম্পর্কে খালু-ভাগিনা।
প্রত্যক্ষদর্শী খলিলুর রহমান জানান, পার্বতীপুর থেকে ভ্যানে খালু ও ভাগিনা ভবানীপুরে যাচ্ছিলেন। পথে পার্বতীপুর চান্দাপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ভ্যানচালককে আহত অবস্থায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান হাসান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘাতক চালককে আটক করা হয়েছে। অভিযোগ কোন না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।