আর্কাইভ  বুধবার ● ২৯ মার্চ ২০২৩ ● ১৫ চৈত্র ১৪২৯
আর্কাইভ   বুধবার ● ২৯ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ২-৭ বছরের কারাদণ্ড       মা হলেন মাহি       রংপুরে গাঁজাসহ ৩ জন গ্রেফতার       দিনাজপুর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটর সাইকেল আরোহী নিহত        সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত      

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩, দুপুর ০৪:৪১

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওমর ফারুক (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে সড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চাঁদপুর মাদ্রাসার সামনে বাজার বটতলি মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

ওমর ফারুক বিরামপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকার আব্দুল খালেকের ছেলে। সে বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ঘটনা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক ও নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 নিহতের পরিবারের বরাত দিয়ে বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বৈত্য কুমার বলেন ,নিহত ওমর ফারুক আমাদের কলেজের ছাত্র। কলেজ থেকে বাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বিরামপুর সরকারি কলেজের আসে ফারুক। কলেজ থেকে ফেরার পথে পাম্প থেকে তেল নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয় কলেজ ছাত্র ফারুক।

এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হাসনাথ ইয়াসমিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। মাথায় আঘাত পেয়ে তিনি মারা গেছেন।

মন্তব্য করুন


Link copied