আর্কাইভ  বুধবার ● ৪ অক্টোবর ২০২৩ ● ১৯ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   বুধবার ● ৪ অক্টোবর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের        শিশুসন্তানকে নিয়ে বাজারে স্বামী, ঘরে মিললো স্ত্রীর মরদেহ        বেশি স্যাংশন দিলে আমরাও দিয়ে দেব: প্রধানমন্ত্রী       অ্যাম্বুলেন্সে মৃতদেহ পরিবহনের আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ২       এলপিজির দাম আবারও বাড়ল      

দিনাজপুরে ট্রাক পিষ্টে একজন  নিহত

শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, রাত ১০:৫২

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুর শহরে ট্রাকে পিষ্টে  মোটর সাইকেলের এক বৃদ্ধা নিহত হয়েছে। নিয়তের নাম সরোতা বালা( ৫০)। তিনি দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের দাইনুর গ্রামের শ্রী নগেন্দ্র চন্দ্র রায় এর স্ত্রী ! 

আজ শুক্রবার ( ২৭ জানুয়ারি) বেলা সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ছেলে তাপসের মোটরসাইকেলে যোগে কান্তনগর বনের মেয়ের বিয়ে খেতে যাচ্ছিল সরতা বালা ও তার ছেলে। মহারাজামোড় এলাকায় মোটরসাইকেল ও ট্রাক এর সঙ্গে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের পিছনে বসা বৃদ্ধ মহিলা আরোহী নিহত হয়েছে। 

দিনাজপুর শহরের মহারাজা এবং বটতলী মোড়ের মিডিল স্তরে পাকা রাস্তায় বিট এর সঙ্গে ধাক্কা লাগলে ছেলের মোটরসাইকেলে বসা সরতা বালা ছিটকে পড়ে যায়! ডানদিকের অপর দিক থেকে আশা ট্রাক এর পিছনে চাকায় নিচে পড়ে গেলে সঙ্গে সঙ্গে মাথা ফেটে গিয়ে ঘটনাস্থলে তিনার মৃত্যু হয় !  স্থানীয়রা আরো জানান মোটরসাইকেলের পিছনে একটি মুড়ির বস্তা ছিল এবং ঘটনাটি ঘটার যানবাহন বন্ধ হয়ে যায়! দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে মৃত ব্যক্তিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে ফাঁকা জায়গায় রাখেন ۔কোতোয়ালি থানায় পুলিশ কর্মকর্তারা এসে রাস্তায় থাকা পথচারীও লোকজনকে সরিয়ে দিলে পুনরায় আবার যানবাহন চলাচল শুরু করে ।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ন্তানভিরুল ইসলাম জানান, মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে মৃত সরতা বালাকে পরিবারের কাছে  হস্তান্তর করেছি এবং এ বিষয়ে আইনি ভাবে প্রক্রিয়াধিন চলছে ট্রাকটি থানায় হেফাজতে নেওয়া হয়েছে ড্রাইভার ও হেলপার পলাতক।

মন্তব্য করুন


 

Link copied