শাহ্ আলম শাহী, স্টাফ রিপোর্টার: দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রাণীরবন্দরে যাত্রীবাহী দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুত্বর।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে দশমাইল-সৈয়দপুর মহাসড়ক বড়ভিটা নামক স্থানে। পদ্মা এক্সক্লুসিভ ও সুজাত পরিবহন নামে দ্রুতগামী দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় কমপক্ষে ৭ জন।
পুলিশ ও ফায়ার সার্ভিস এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনার পর দশমাইল-সৈয়দপুর সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন,চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ।