শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে:দিনাজপুরের ঢেপা নদীতে কান্তনগর এলাকায় গোসল করতে নেমে দুই তরুণ পানিতে তলিয়ে নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।।
আজ রবিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কাহারোল উপজেলার কান্তনগর সেতু সংলগ্ন এলাকায় ঢেপা নদীতে গোসল করতে নেমে ওই দুই তরুনসহ ৬ জন। এক পর্যায়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয় ওই দু'জন।নিখোঁজরা হলো- দিনাজপুরের কাহারোল উপজেলার দীপনগর গ্রামের মিম (১৫) ও বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর গ্রামের হাফিজ ইব্রাহীম (১৫)।
কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন জানান, আজ দুপুরে ৬ তরুণ কান্তনগরস্থ ঢেপা নদীতে সেতু সংলগ্ন এলাকায় গোসল করতে নামে। এ সময় নদীর পানির স্রোতে মিম ও ইব্রাহীম তলিয়ে যায়। তাদের তলিয়ে যেতে দেখে অন্যান্যরা চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুঁটে এসে নদীতে নামে। উদ্ধারের প্রচেষ্টা চালায়। অনেক খোঁজা-খুঁজি করেও তাদের না পেয়ে কাহারোল উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়।ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।।এখনো নিখোঁজ রয়েছে,দু'তরুন।