শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: নিখোঁজের তিনদিন পর কলেজ ছাত্র শাহারিন আলম বিপুলের অর্ধগলিত মরদেহ আজ সোমবার মিলল দিনাজপুর স্টেডিয়ামের গ্যালারির নিচে।
দিনাজপুর দক্ষিণা কোতয়ালীর আস্করপুর ইউপির দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলেশাহারিন আলম বিপুল ( ১৮) দিনাজপুর সরকারি সিটি কলেজ প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র।
বিপুল ৪ মার্চ নিখোঁজ হয়। বিপুলের ভাই শাহরিয়ার আলম এবিষয়ে ৫ মার্চ কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি ( জিডি) নথিভুক্ত করেন। আজ সোমবার দুপুর সোয়া ২ টার দিকে দিনাজপুর স্টেডিয়ামের প্রথম গেটের গ্যালারির ডানদিকে গ্যালারির নিচে ময়লার স্তুপ থেকে অর্ধগলিত দুর্গন্ধযুক্ত একজনের মৃতদেহ উদ্ধার করে।
এই মরদেহটি বিপুলের বলে তার পরিবার সনাক্ত করেন।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,থানা পুলিশ, সিআইডি ও পিবিআই এর মাধ্যমে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে থানা ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।