আর্কাইভ  বুধবার ● ৭ জুন ২০২৩ ● ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   বুধবার ● ৭ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: তাপপ্রবাহ চলতে পারে আরও ৫ দিন       নীলফামারীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার       নীলফামারীতে শিহাব হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন       নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবসে পুরস্কার বিতরন       সৈয়দপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে কর্মশালা      

দিনাজপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু

শনিবার, ৩০ এপ্রিল ২০২২, দুপুর ০৩:৩৪

দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলায় বজ্রপাতে পৃথক ২টি স্থানে দুজনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। শনিবার সকাল সাড়ে ১০টায় খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের হোসেনপুর ও আঙ্গারপাড়া ইউনিয়নে সুবর্ণখুলী গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে ঘটনাস্থলই নিহতরা হলেন ২ নম্বর ভেড়ভেড়ি ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওসমান গনির ছেলে শাহ আলম (৫০) ও ৩ নম্বর আঙ্গারপাড়া ইউনয়নের সুবর্ণখুলী গ্রামের ফজলুর রহমানের স্ত্রী মাজেদা বেগম (৪০)। এ সময় শাহ আলমের স্ত্রী বজ্রপাতে ঝলসে যান।

জানা গেছে, সকালে সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হয়। শাহ আলম বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় তাঁর আঙিনায় বজ্রপাত ঘটে। এতে তিনি ও তাঁর স্ত্রী ঝলসে যান। পরিবারের লোকজন তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী হাসাপাতালে চিকিৎসাধীন।একই সময়ে বাড়ির পাশের ক্ষেত থেকে শসা ছেঁড়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মাজেদা বেগম। স্থানীয়রা তাঁকে উদ্ধর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে দুটি গরু ও একটি ছাগলও মারা যায়।  

হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক প্লাবন ঘোষ জানান, হাসপাতালে আনার পূর্বে তাঁরা মারা গেছেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খানসামা থানার ওসি কামাল হোসেন বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

মন্তব্য করুন


 

Link copied