দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন।
রোববার সকালে বিরামপুর পৌর সীমানাসংলগ্ন টাটকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফুলবাড়ি উপজেলার ভাটপাইল (নয়াপাড়া) গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাছ ব্যবসায়ী জহুরুল ইসলাম (৩৮) ও একই গ্রামের ঝড় মণ্ডলের ছেলে ভ্যানচালক সাইদুল ইসলাম (৪৫)।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের বাসটি বিরামপুর পৌর সীমানাসংলগ্ন টাটকপুর নামক স্থানে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।