দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তালেব উদ্দিন সরকার (৭৮) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে বিরামপুর পৌর সীমানাসংলগ্ন টাটকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক শহরের পার্শ্ববর্তী খয়েরপাড়া গ্রামের মৃত ছহিমুল্লা সরকারের ছেলে। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বিরামপুর থেকে দিনাজপুরগামী যাত্রীবাহী একটি বাস বিরামপুর পৌর সীমানাসংলগ্ন টাটকপুর নামক স্থানে মোটরসাইকেলআরোহী অবসরপ্রাপ্ত শিক্ষক তালেব উদ্দিন সরকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তিনি জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।