দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে বিজয় দিবসের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে বলে চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান। মৃত সুমাইয়া আক্তার চিরিরবন্দর উপজেলার ডেফোডিল রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রী এবং উপজেলার নান্দেরাই গ্রামের মনজের আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “সুমাইয়া চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিল। পথে রাস্তা পারাপরের সময় বালুবাহী একটি ট্রাক্টরের চাপায় তার মৃত্যু হয়।”
ট্রাক্টরটি আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় প্রায় আধা ঘন্টা দিনাজপুর-পার্বতীপুর সড়কে যান চলাচল বন্ধ ছিল বলে জানান এ পুলিশ কর্মকর্তা।