আর্কাইভ  শনিবার ● ১ এপ্রিল ২০২৩ ● ১৮ চৈত্র ১৪২৯
আর্কাইভ   শনিবার ● ১ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন        প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে  ভুয়া নিয়োগ পত্র দেয়ার অভিযোগে গ্রেফতার -১       সরকারের বেঁধে দেয়া দামেই পণ্য বিক্রি হচ্ছে- রংপুরে বাণিজ্যমন্ত্রী       দিনাজপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত       রংপুরে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-৪      

দিনাজপুরে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি: নারীসহ ৩ জন গ্রেফতার 

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩, রাত ০৮:০৬

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুর শহরে মোবারক নামে এক ব্যবসায়ীকে অপহরণ করার পর বিভিন্নভাবে অশ্লীল ছবি তুলে ও ভিডিও ধারন করে ব্লাকমেইলিং করার অপরাধে এক নারীসহ তিন অপহরণকারিকে গ্রেফতার করেছে পুলিশ।

অপহৃত ব্যবসায়ী  মোবাররের স্ত্রী নাজমা পারভীনের ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে সোমবার রাত ১২'টার দিকে তাদের দিনাজপুরের ৮ নং উপশহরের জনৈক মৌসুমী বেগমের ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা করে। সেইসাথে উদ্ধার করা হয় ব্যবসায়ী মোবারক হোসেন (৪৭)কে।

গ্রেফতারকৃতরা হলেন,দিনাজপুর শহরের লালবাগ লেবুর মোড় এলাকার সিরাজুল ইসলানের ছেলে মো. হারুন উর রশীদ হারুন (২৬), দক্ষিণ কোতয়ালী মালিগ্রাম দিঘীপড়া গ্রামের রফিউদ্দিন আমেদের ছেলে মো. মোফাজ্জল হোসেন শিমুল (৩২) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জয়নাল আবেদীনের মেয়ে এবং বর্তমানে দিনাজপুর ৮ নং উপশহরে অবস্থানরত  সাকিবা আক্তার পুতুল ওরফে কাজল (২৭)।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তানভিরুল ইসলাম জানায়, সোমবার সকালে পুলহাট এলাকার ধান-চাল ব্যবসায়ী মোবারক হোসেনকে কৌশলে মোটর সাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। এখানে মোবারকে বিভিন্ন অশ্লীল ছবি তুলে এবং ভিডিও ধারন করে।এর পর তার অভিভাকের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।বিকাশের মধ্যমে ২০ হাজার টাকাও নেয়।মোবারকের ম্যানেজার মহুবুল হোকের মাধ্যমে পরে আরো দুই লাখ টাকা নেয়। ফলে মোবাররের স্ত্রী নাজমা পারভীন  ৯৯৯ সেবা নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানায়।

পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারি তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে আরেক আসামি তরিকুল ইসলাম পলাতক রয়েছে। পুলিশ অপহরণে ব্যবহৃত মোটর সাইকেল, দুটি মোবাইল ফোন,মুক্তিপণের দেড় লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত: সম্প্রতি দিনাজপুরে এ ধরনের ঘটনা বেড়ে গেছে। মুলত নারী সংক্রান্ত ঘটনাকে পুঁজি করে ব্লাকমেইল করছে অনেককে। কথিত সাংবাদিকরাও এই চক্রের সাথে জড়িত। সমঝোতা করে দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে দিয়ে অনেককে ব্লাকমেইল করছে।ব্লাকমেইল এর শিকার হয়েও লজ্জায় মুখ খুলেনা কেউ।

মন্তব্য করুন


Link copied