শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: এক সন্তানের জননী স্ত্রী আরিফাকে হত্যা করে পালিয়েছে মাদকাশক্ত স্বামী,বেলাল হোসেন।
আজ বৃহস্পতিবার ( ৩০ মার্চ)সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুরের উপশহর হাউজিং মোড় এলাকায় নিজ বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে।গৃহবধূ আরিফার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন ঘটনা নিশ্চিত করে জানান, বিষ প্রয়োগ এবং শ্বাসরুদ্ধ করে হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্টের পর সঠিক কারন জানা যাবে। মরদেহ উদ্ধার পর সুরতহাল শেষে ময়না তদন্তে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরন করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, প্রায় বছর ১৫ বছর আগে বেলাল হোসেনের সাথে আরিফার বিয়ে হয়েছিল। তারা দিনাজপুরের পৌর শহরের উপশহরের হাউজিং মোড় এলাকায় ভাড়াটে বাড়ীতে বসবাস করতো। পেশায় হোটেল শ্রমিক বেলাল হোসেন বিভিন্ন ধরনের মাদকে আসক্ত। তাদের সংসারে প্রায় ১০ বছর বয়সি একমাত্র ছেলে আরিফ মাদ্রাসার শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার ভোরে সেহেরি খেয়ে সকাল ৬ টার দিকে পাশের বোনের সঙ্গে সাক্ষাৎ করে বাড়ীতে ফিরে আসার পর হত্যাকান্ডের শিকার হয়েছে আরিফা।
শিশু আরিফ আরবি পড়তে যাবার আগে সকাল ৬ টার দিকে তার পিতাকে ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে দেখেন। ঘরে ঢুকে বিছানায় তাকে নিথর দেখতে পেয়ে প্রতি ঘাতক বেলারের সর্বোচ্চ শাস্তি দাবী করেন স্বজন ও এলাকাবাসী।
যাবার আগে বাবাকে ঘর থেকে বাইরে বের হয়ে যেতে দেখেন। ঘরে ঢুকে মাকে বিছানায় পড়ে থাকতে দেখে ডাকাডাকি করতে গেলে কোন সাড়া শব্দ না পেয়ে নানীকে খবর দেই।
হত্যার শিকার গৃহবধু আরিফা গাইবান্ধা জেলা সদরের কামারপাড়া গ্রামের মোহাম্মদ ওদুদের কন্যা।