শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুরের বিরলে এক নাপিতকে (নরসুন্দর) হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার সকালে তার লাশ উদ্ধার করেছে বিরল থানা পুলিশ। ধারনা করা হচ্ছে, রোববার রাতে কোন এক সময়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। তবে,হত্যার কারণ জানতে পারেননি পুলিশ।
হত্যার শিকার নাপিতের নাম শুভ চন্দ্র শীল (২২)। তিনি বিরল উপজেলার তেঘরা মহেশপুর নাপিতপাড়ার বাসিন্দা সন্তোষ চন্দ্র শীলের ছেলে। তিনি কাঞ্চনঘাট মোড়ে একটি সেলুনে চুল কাটার কাজ করতেন।
বিরল থানার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে বিরলের উত্তর বহলা মোল্লাপাড়ার গ্রামের কাঞ্চন রেলওয়ে স্টেশনের কাছে সকাল ৮ টার দিকে নিহতের লাশ উদ্ধার করেছেন তারা। সুরতহাল রিপোর্টে লাশের মাথার বামদিকে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তে লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে পুলিশ। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন তারা। এ ঘটনায় নিহতের স্বজনেরা মামলার প্রস্তুতি নিচ্ছে।