শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুরের দক্ষিণ কোতয়ালীর আউলিয়াপুর তাতিপাড়া এলাকা থেকে জিয়াবুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার ( ২৪'মার্চ) বিকেলে সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউপির ৫ নং ওয়ার্ডের তাতিপাড়া এলাকার বিসুশা নামে জনৈক এক ব্যক্তি'র খড়ের পুঞ্জির পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারনা,বৃহস্পতিবার সন্ধার পর হতে আজ শুক্রবার দুপুরের মধ্যে কে বা কারা হত্যা করে ওই যুবকের মরদেহ ফেলে রেখেছে। উদ্ধারকৃত মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়ে পুলিশ।
দিনাজপুর কোতয়ালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত যুবকের নাম জিয়াবুর রহমান(২৮)।তিনি একই ইউনিয়নের হরিহরপুর কাউয়াপাড়া গ্রামের শামসুদ্দীন শাহা ড্রাইভারের ছেলে। মরদেহটি উদ্ধারের পর সুরত হাল শেষে ময়না তদন্তের জন্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।নিহতের পরিবারের অভিযোগ পেলে মামলা করা হবে। তবে,এ ঘটনা তথ্য উদঘাটন ও দোষিদের ধরতে পুলিশ আইনী প্রক্রিয়া অব্যাহত
রেখেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, ওই এলাকায় মাদকের অবাধ কিনিবিকি চলে। হয়তো মাদক নিয়েই এই হত্যা কান্ড।