দিনাজপুর: দিনাজপুরে ফের তাপমাত্রা নিম্নমুখী। কনকনে ঠাণ্ডা বাতাস আর তীব্র শীতে কাঁপছে দিনাজপুরের মানুষ। আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন শীতার্তরা। রাস্তা-ঘাট ফাঁকা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৭ শতাংশ। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান।
তিনি আরও জানান, গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৮৬ শতাংশ।