শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুরের চিরিরবন্দরে নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে দু'জনের মৃত্যু হয়েছে। নিহত দু'জনেই রিক্সাভ্যান চালক। গুরুত্বর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো দু' জন।
নিহতরা হলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈর গ্রামের মহির উদ্দিন এর ছেলে সাইদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আবু তাহেরের ছেলে মাবুদ হোসেন (৩০)।
স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে নওখৈর গ্রামের মহির উদ্দিনের নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংকের সাঁটার খোলার সময় নির্মাণ মিস্ত্রি আলতাব হোসেন বিষাক্ত গ্যাসে অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েন। তার চিৎকারে সেখানে দাঁড়িয়ে থাকা দুই রিক্সাভ্যান চালক সাইফুল ইসলাম ও মাবুদ হোসেন সহ তিনজন তাকে উদ্ধার করার জন্য নিচে নামেন। এ সময় তারাও বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ভ্যানচালক সাইদুল ও মাবুদ মারা যায়। অপরদিকে আহত নির্মাণ মিস্ত্রি আলতাব হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সে বর্তমানে আইসিওতে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এছাড়াও ফেরদৌস নামের একজন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি রয়েছেন। চিরিরবন্দর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।