আর্কাইভ  সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৩ ● ১০ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে- রাঙ্গা       পরীক্ষার কথা আগেই জানতেন সেই জোবেদা, পেয়েছিলেন ক্ষুদে বার্তাও       পাকিস্তানকে উড়িয়ে প্রথম পদক জয় বাংলাদেশের       নিয়োগ পরীক্ষায় ডাক না পাওয়ায় অবস্থান কর্মসূচি       নিয়োগ জালিয়াতির অভিযোগ এনে বেরোবি শিক্ষক তাবিউরের বরখাস্ত দাবি      

দিনাজপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

বুধবার, ২৮ জুন ২০২৩, দুপুর ১২:২১

দিনাজপুর প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটি জানিয়েছে, জেলায় এবার ৫০টির বেশি আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে প্রায় এক থেকে দুইশত পরিবার অংশ নিয়েছে।

বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টায় দিনাজপুর শহরে চারুবাবুর মোড়স্থ আনন্দ কমিউনিটি সেন্টারে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন চিরিরবন্দর রাবার ড্যাম মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক।

এছাড়াও দিনাজপুর শহরে পার্টি সেন্টার, বোচাগঞ্চের ছাতইর, বিরলের ভাড়াডাঙ্গি, কাহারোলের জয়নন্দ, বিরামপুরের জোতবানি ও চিরিরবন্দর এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

আয়োজক কমিটির পক্ষে মোকবুল হোসেন জানান, এবার জেলায় ৫০টির বেশি নামাজের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে দুই থেকে তিনশ পরিবার অংশ নেয়। প্রতিটি ঈদেই এই জামাতের আয়োজন করা হয়।

নামাজে অংশ নেওয়া মুসল্লি রাজ্জাক বলেন, ‘বিশ্বের যে কোনও দেশে যদি চাঁদ দেখা যায় তবে সাড়া বিশ্বের মুসল্লি একসঙ্গে রোজা রাখবে এবং নামাজ আদায় করবে। বিশ্বের এক দেশে চাঁদ দেখা গিয়েছে সেই বিশ্বাস থেকে আমরা আজ ঈদ উদযাপন করছি।’

চিরিরবন্দর থেকে আগত মুসল্লি মাহাবুবুর রহমান বলেন, ‘পৃথিবীর এক জায়গায় যদি চাঁদ দেখা যায় সমস্ত মুসলমান তা অনুসরণ করতে পারে। সৌদি আরবে আজ ঈদ হচ্ছে সে সুবাদে বাংলাদেশের কিছু মানুষ নামাজ আদায় করছে।’

মন্তব্য করুন


 

Link copied