শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুর শহরের একটি বাড়ি থেকে এক গৃহ পরিচালক ( কাজের লোক) দম্পতির (স্বামী-স্ত্রী) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় শহরের লিলি মোড়ের লুৎফুন্নেছা টাওয়ার অ্যান্ড শপিং কমপ্লেক্সের পাশে " ফাতেমা বীথি" নামে একটি বাসায় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ফরেনসিক বিভাগ( সিআইডি এবং পিবিআই) এর সহায়তায় পর মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সহ সমস্ত আলামত সংগ্রহ করে পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান,ফরেনসিক বিভাগের সহায়তায় আলামত সংগ্রহের পর পুলিশ মরদেহ দু'টি উদ্ধার করেছে।নিহতরা হলেন মজিবর রহমান (৬৫) এবং তার স্ত্রী সুরাইয়া বেগম (৪৫)। নিহত মজিবর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গার রহিম উদ্দিন আহমেদের ছেলে।
ওসি তানভীরুল জানান, নিহত দু'জন সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা উভয়ে এই বাসায় গৃহ পরিচারক ( কাজের লোক) হিসেবে কর্মরত ছিলেন। মজিবর রহমানকে ঘরের আড়ায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। তার স্ত্রীর মাথায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে।
ঘটনা তলিয়ে দেখে পর্বতী ব্যাবস্থা নেয়া হবে।
এ ঘটনা ছড়িয়ে পড়লে নিহতদের আত্মীয়-স্বজন ও উৎসুক জনতার ঢ্ল নামে ওই বাসায়।চপুলিশ উপস্থিতি সামাল দিতে বাড়ির প্রধান ফটকে তালা দেয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন অও অর্থ) মো. মমিনুল করিম সাংবাদিকদের জানান, 'তদন্তের পরই বোঝা যাবে,আসলে এটা হত্যাকান্ড না অন্যকিছু! 'এজন্যে আমরা ফরেনসিক বিভাগ( সিআইডি এবং পিবিআই) এর সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট সহ সমস্ত আলামত নেয়ার পর মরদেহ উদ্ধার করেছি।'
তিনি আরো বলেন, 'আমরা ৯৯৯ বিশেষ জরুরী নম্বর এর মাধ্যমে বৃহস্থপতিবার দিবাগত রাত অনুমানিক পৌনে একটায় ঢাকায় অবস্থানরত বাড়ির এডভোকেট নিলুফার রহিমের মাধ্যমে জানতে পারি তার বাড়ির কেয়ার-টেকার আত্মহত্যা করেছে। আমরা সঙ্গে সঙ্গে ফরেনসিক বিভাগ( সিআইডি এবং পিবিআই) এর সহায়তায় স্থানটি আয়ত্বে নিয়ে ঘিরে ফেলি। পরে ফিঙ্গারপ্রিন্ট সহ সমস্ত আলামত সংগ্র করার পর আজ মরদেহ উদ্ধার করেছি। '