শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুরে ৩৯ হাজার দুই'শ পিস মাদক টেবলেট টাপেন্টাডল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে,মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এবং নতুনপাড়া এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্-নেওয়াজ জানায়,এ সময় বালুয়াডাঙ্গা এলাকার মো. আব্দুল হামিদের ছেলে মো. হারুন-উর-রশীদ মার্শাল (৪৫)কে ৮ হাজার এক'শ পিস টাপেন্টাডল এবং নতুনপাড়া এলাকার মৃত আলী শাহ্ এর ছেলে মো. সাইদুর রহমানক(৫৮)কে ৩১ হাজার এক' শ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা করা হয়েছে।