আর্কাইভ  শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩ ● ৮ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: সুযোগ পেলেই জামায়াত স্বমূর্তিতে আবির্ভূত হবে : রংপুরে মোজাম্মেল হক       জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, সিসিইউতে স্থানান্তর       ঘরের মেঝেতে কান্না করছে শিশু, বিছানায় মায়ের নিথর দেহ       বৃষ্টি থাকবে আরও দুই দিন      

দিনাজপুর জেলা আমীরসহ জামায়াতের  ৭ নেতা-কর্মী আটক

শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩, দুপুর ০৪:৫০

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুর জেলা জামায়াতের আমির আনসুর রহমানসহ দলের ৭ নেতা-কর্মীকে আটক করেছে পু‌লিশ। 
 
আজ শ‌নিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে শহরের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জামায়াতের ৭ নেতা-কর্মী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, জামায়াত শহরে নাশকতার পরিকল্পনা করছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ।অভিযান ও পু‌লিশের উপ‌স্থি‌তি টের পেয়ে পালানোর চেষ্টা ক‌রলে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে  নিয়‌মিত মামলাও র‌য়েছে। জিজ্ঞাসাবাদ শে‌ষে ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের সঙ্গে আলাপ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আদালতে চালান দেয়া হয়েছে।
 
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা জামাতের একজন নেতা জানিয়েছেন,শিক্ষা কা‌রিকুলাম থেকে ইসলাম‌বিরোধী অধ্যায় প্রত্যাহার, বিদ্যুতের ব‌র্ধিত মূল্য কমানো এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হি‌সে‌বে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের‌ আটক করেছে পুলিশ। 
 
আটককৃতরা হলেন,দিনাজপুর জেলা জামায়াতের আমির আনসুর রহমান (৫৬),ফুলবাড়ী উপ‌জেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামের আমির মঞ্জুরুল কাদের (৫২), একই উপ‌জেলার শিবনগর ইউনিয়নের আমির আবু তাহের (৬২), জেলা জামায়াতের সদস্য আবুল বাশার (৫২), পার্বতীপুর আমবা‌ড়ি এলাকার ছাত্রশি‌বি‌রের নেতা জাহিদুল ইসলাম (৫০),  সাংগঠনিক সম্পাদক নাইম বিল্লাহ (২৮), একই উপ‌জেলার প‌শ্চিম হুগলীপাড়া জামে মস‌জি‌দের ইমাম রফিকুল ইসলাম (৪৫)।

মন্তব্য করুন


 

Link copied